কবিতাতে নিয়ম
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
কবিরা যখন লেখে।
তখন কি ব্যাকরণ দেখে ?
দেখে কি নিয়মের উদাহরণ?
নিশ্চয় লাইন গুনে না ।
শব্দ কয়টা হল ।
কয়টা লাইন হল ।
হল কতটা মাত্রা ?
এসব গণনা নিয়ে কি বসে?
কত কি দেখি,
কত কি আকি "
কত নিয়ম ,এই ধরাতে।
হাইকু কবিতাও কবিতা ।
ছন্দ হীন কবিতার অভাব নেই।
অভাব নেই ভুলের।
কত কিছু শিক্ষা দিল বিশ্ব।
কত কিছু দেখি ।
এই তো জীবন।
শিক্ষা নাও।
গ্রহন কর যা আছে ভালো।
এই তো জীবন।
দেখো যতদিন দেহে আছে প্রাণ
শিক্ষা গ্রহন করো না শেষ।
সবাই ছাত্র এ দুনিয়াতে।
শিক্ষার কি কোন সীমা আছে?
না আছে কোন বাধা?
নেই কোন বাধা ,
আছে অনেক গ্রহনের জন্য।
সংকীর্ণ মনাদের দল ।
নতুন কিছুকে করে না গ্রহন।
সব কিছুই সে করে বর্জন।
ভয় তার মনে ।
নতুনের যদি হয়ে যায় জয়।
বৃদ্ধ কুসংস্কার থাকবে না।
থাকবে না তার স্থান ।
করতে হবে প্রস্থান।
দিতে হবে জায়গা ছেড়ে।
নতুনেরা যদি চলে আসে তেরে।
এটাই তাদের ভয়।
ওরা ভিরু ।
ওরা কাপুরুষ।
ওরা নিজেদের নিয়ে ভাবনাগ্রস্থ।
যেনো নেই কোন বস্ত্র।
নেই কোন অলংকার।
বৃদ্ধ গুলো চোঁখে দেখে আধার
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।