দূরের ভালবাসা
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

তোমার মনের গভীরে,
সেখানে কি বৃষ্টি হচ্ছে এখন?



এখন এখানে আলোকিত দিন।
সুন্দর সূর্য উঠেছে ,
এই মনের আকাশে।





তোমার কান্নার জল থেমে যাক।
দুঃখের সাগর শুকিয়ে যাক।
এই রোদের তাপে।





আমিও ভিজতে চাই তোমার সুখের জলে
সেই সুখ নিয়ে আসুক প্রেমে।




তুমি কি আসবে "
এই মনের কাছে?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।