ও আমার প্রেমিকা
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

ওহে আমার প্রণয়ীনী ,
তোমার পবিত্র চোঁখ দুটি,
যে চোঁখের পবিত্রতম চাহনী।
আমার চোঁখে হুকুম কায়েম করে।
একটি অদৃশ্য টানে।


সিংহাসনের রাণীর মত।
ওহে মোর প্রিয়া।
এখন রাত ,
গভীর রাত চারদিকে।
সেদিন তোমার শান্ত হাত ।
ধরে ছিল আমার বুকে।


প্রেমের এক গভীর স্পর্শে।
সেটা বার বার মনে দাগ কাটে
ভুলতে পারা যায় কি ?
এটা কি ভুলার কোন সময়?


যে সময় তুমি দিয়েছিলে।
পবিত্র সেই ছোঁয়া
কত সুন্দর সেই সময়।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।