একটি ফুল
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
একটি নাম ডাকার পূর্বে।
সে কিছুই ছিল না।
একটা সুবাস ছাড়া।
যখন তাকে ডাকা হল ।
সে এলো ,
আর মূল্যবান হল ।
একটা ফুলের মত করে ।
একটি সুন্দর আদর্শ সে পেলো।
একটি সুন্দর ফুলের মত।
একদিন সে কিছুই ছিল না ।
এখন সে সুবাসে ভরা ফুল।
সবাই তাকে মনে রাখবে।
অনেক বছর ।
যুগ থেকে যুগ।
কেউ ভুলবেনা ।
সে তো মহান হল।
একটি আদর্শ ফুলের মত ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।