কয়েকটি শব্দ
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

স্বর্গে আরোহণ করে তুমি "
নরক দেখার স্বাদ নিতে চাইলে ।



নরকে গিয়ে আগুনে পুরিলে।
তার পর সমূদ্রে গেলে শীতল হতে।
তৃষ্ণা মিটিলো না ।



তৃপ্ত হলে না ।
চলে গেলে সেই নদে।
মিশরের মরূভূমিতে"


একদিন দেখতে মন চাইল পুকুর
ভাবলে সুখ বুঝি এখানেই আছে।
লোভের ভার সইতে না পেরে ।
একদিন দিন লাফ দিলে পাগারে।



পড়লে তুমি পাগারে ।
এখন কে তুলিবে তোমারে?
সেই আপনজন তো আর নেই।




লোভের মোহে "
বার বার আপনকে করেছ পর ।
লোভিকে করেছ আপন।


আপন করেছ সয়তান কে।
বিতারিত সেসকল ধোঁকাবাজকে।

যারা শুধু ধোঁকা দিতেই জানে।
ধোঁকা ছাড়া কি দিতে পারে সে।
যার হৃদয় নিজেকেই ধোঁকা দেয়।

কয়টি শব্দ ,বলেছি ,
ভাল যদি না লাগে মনে।
ভুলে যাও এখনি


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।