মিথ্যা অভিনয়
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

যখন তোর কণ্ঠ ,
শুকনো আর ভেজা সুরে রূপান্তরিত হল।
হাসির মাঝে ছিল কষ্ট লুকানোর চিহ্ন।
সেটা কি খুঁজিনি আমি?



আমার চোখ নদীতে থাকুক ।
ভাবনাটা ছিল, যেখানে থাকার কথা ।
যেখানে থাকলে জানতে পারা যায়।
বুঝতে পারা যায়।




এই পৃথিবী পার্থিব ছলনা ,
এই আমার কাছে ধরা দিল ।
ধরা দিলে না তুমি ।


বার বার মিথ্যা অভিনয়।
আর একটা মুখোশ ।
মুখে ,চোঁখে ছিল ।



অভিনয় করে কি লাভ ?
যদি মনের শান্তি না মিলে।






অভিনেতা হতে হয় ।
তো নাটকের থিয়েটারে যাও।
এখানে কেন ?



মস্ত বড় অভিনয় শিল্পি হতে পারবে।
সেটাই ভালো।
দুনিয়ার জন্য।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।