গরীব
- এস.এম. আরিফ

আযান শুনে প্রভাত বেলা
হতভাগা, গরীব যারা
আরাম-আয়েশ ছেড়ে-ছুড়ে
দৌড়ায় শত লোকের ভীড়ে!
.
হোটেল-মোটেল চা 'য়ের কাপে
ছোঁয়া ভরা সারা গায়ে,
মাটি চিড়ে দালান উঠে
তাদের পেশির জোড়ে!
.
পোশাক-আশাক জুতোসহ
ছিন্ন-ভিন্ন ওদের দেহ,
নিজের হাতেই জামা,জুতো
সেলাই করে পড়ে!
.
এখন ভাব -তুমি টাইওয়ালা
কত আদবের মালিক তারা?
কিসের জন্য ওরা তোমায়
সালাম দেয় উচুঁ স্বরে?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।