প্রেরণা
- এস.এম. আরিফ

ডিঙা চলছে উড়ে উড়ে
উপেক্ষা করে কীট,
তারাই কিন্তু পরে আছড়ে
হুচুট লেগে ইট!
.
আকাশ মাপা স্কেলে আছে
কোটি সুতোর দাগ,
তাদের মাঝেই সুপ্ত হয়তো
পরের মোহাম্মাদ !
.
পথ চলছে আমি চলছি
দু 'য়ের বিপরীত
তবুও এই রাস্তা আমার
হাঁটলে হয় হিত!
.
জম্ম হলে হীনস্থানে
তাতে ক্ষতি নাই ,
মনুষ্যত্ব, বিবেক ,যথাযথ
অর্জন করা চাই !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।