জীবন হলি
- এস.এম. আরিফ
২'তে রক্ত দিলাম
রক্তের হলো বন্যা !
ভাষার বদলে জীবন
কিন্তু দেয়নি আমারা ধন্যা!
.
রক্ত আর রক্ত
তবুও নই উর্দুর ভক্ত!
তোরা নিলে নে - প্রাণ
কর্ অগ্নি দগ্ধ!
.
মৃত্যুর যন্ত্রণা নিয়ে
বন্ধী মোরা বাংলার বুকে,
তাইতো তামার বারুদকে
কিন্ঝিৎ ভয় পাইনা!
.
বুলেট নয়, বোমা ফালাও,
অশ্রু নয়, রক্তে ভাসাও!
আমার বাঙালী খেলতে জানি
পিচাশের রক্তে জীবন হলি!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।