মাধ্যাকর্ষণ
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
যখন গভীর রাতে"
রাতের গান জাগ্রত থাকে।
জাগ্রত থাকে তার সুর
যখন সেই সুর "
মেঘের দেশে চলে যায়।
মাধ্যাকর্ষণ উপেক্ষা করে।
তখন কেউ মগ্ন থাকে প্রেমে।
ভালবাসার পার্থিব কামে।
কেউ চুরি করে কারো ঘুম।
মোবাইল ফোনে করে নিষিদ্ধ রাত্রির সর্বনাশ।
আর নিশাচর পোকা গুলো হয় সাক্ষী।
কেউ করে বিলাশ প্রেম।
কারো নেই কোন আপন জন মাত্র।
বলবে কাকে মনের কবিতা
কেউ রাতকে করে পবিত্র ,
কেউ করে ভোগের বিলাস।
কেউ হয়ে উঠে ঘুমের গোলাম।
কেউ খোঁজে কি পেলাম।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।