এটা কবিতা নয়
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

এটা কবিতা নয় ।



এই কবি তুমি থামো,
আর আমাকে একটা ভাষা দাও।
আমাকে একটা বাক্য দাও।




আর তোমার পরিচয় দাও।
বল তুমি কে??
কোথায় থেকে এসেছো।








আমি প্রতিজ্ঞা করছি.
আমার চেহারা তোমার দোরগোড়ায় দেখাববো না।
তোমাকে বিরক্ত করতেও আসবো না।




তুমি কি একটা খারাপ সময়ে ভোগছ?
দিন টা খারাপ যাচ্ছে তোমার?
তবে সেটা আমাকে দিয়ে দাও।
ভাগ করে নিবো দুজন।



তুমি কি সুন্দর কোন তথ্য জানো?
তুমি কি সুন্দর কোন খবর জানো?
তবে লোভি হইয়ো না ।

সবার কাছে ছড়িয়ে দাও।
ভাগ করে দাও।
সবাই জানুক ।



তুমি কি প্রেমে বিশ্বাসী ?
তবে সেটাও সবাইকে দাও।
বিলিয়ে দাও।
সবাই দেখুক ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।