তোমার ভাবনা
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
আমি তোমাকে ছাড়া সমুদ্র দেখতে পারি,
তরঙ্গের ভাষা তোমার চাইতে স্পস্ট হয়
কানের কাছে গর্জন শুনি ।
একটা বাক্য বার বার কানে লাগে।
একটা মুখ চোঁখে ভাসে।
আমরা সবসময় যা ভাবি
সেটা একটা সত্য নয় ।
সবটা সত্য নয় ।
তবে ভাবি ও করি ।
মনে আছে কি ?
যেদিন তোমাকে দেখেছিলাম।
তুমি সেই পাহাড়ের ধারে ।
শিশুদের আদর করছিলে কোমল প্রেমে।
আমি দাড়িয়েছিলাম মুগ্ধ হয়ে।
মুগ্ধ হয়ে দেখছিলাম তোমাকে।
তোমার কথা ,
অনন্ত সে ভাবনা ।
সমুদ্র থেকেও গভীর।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।