সবাই সব পারে না
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
কিছু মানুষের কান্না "
শুনেনা কেউ।
হাসির কারন কেউ বের করে না ।
কান্না গুলো বাতাসেই মিশে যায়।
বাতাস ই বুঝে কি সে কারন।
ঘরের দেয়াল টাও জানে ।
জানে টিকটিকি "আর আরশোলা টা।
তার কান্নার কারন।
কেউ শুনে না ব্যথার কথা ।
দুঃখ গুলো কোথায় লুকিয়ে থাকে।
কেউ দেখে না ।
কেউ বুঝতে চায় না ।
শুনতে চায় না ।
তার জীবন কাহিণী।
কেউ শুনে ।
আর উপহাস করে ।
বলে তুই পাগল।
কেউ দয়া দেখাতে আসে।
কেউ আসে ভাব নিতে।
কেউ মরিচের গুরো ছিটিয়ে দেয় শরীরে।
সাথে দেয় কাটা ঘায়েতে নুন।
কথার পেচ দেখিয়ে কেউ করে আহত।
কেউ মনের কথা শুনেনা।
কেউ বুঝেনা ।
সবাই আঘাত করতে জানে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।