নদী ভুলে যেও না তখন
- মারুফুল হাসান - জীবনের বাসন্তী-রঙ ভালোবাসা

নদী ভুলে যেও চাষার ছেলে এ চাষাকে
যখন তোমার থৈ থৈ যুবতী সময় উড়বে
লাল-নীল-সাদা পালে।
সোনাপুর শহর, সুদৃশ্য প্রাসাদ, শ্বেত পাথরের ঘাট,
কিংবা বাতাসে বিরানি-পোলাও ফাস্টফুডের
গন্ধ পেলে ভুলে যেও ।
রুপাখাড়ি গ্রামে অলঙ্কারময় পাট-ধনচে
সবুজ অরণ্য-মদ দেহের ভাঁজে ভাঁজে
কলমীফুল-মাইক বাজাবে সুখের ডামাডোল
নদী ভুলে যেও তখন
বাবলা ফুলের ফুলশয্যায় রাতের কালো নাইটি
খুলে আলিঙ্গন-মন্থন করবে যুবক রৌদ্র ।
যখন কুমারি জঠরে পালন করবে ফসলের বীজ
অনাগত ভবিষ্যত
তখন ভুলে থেকো নদী ।
হাবুডুবু খেতে খেতে ডুবে যাবে নি:স্ব বালুকাচরে
তখন ভুলে যেও না নদী ভেঙেছ চাষার ঘর।
কোন বাড়ি নয় শুধু দুটো ঘর আর আমার মায়ের
পলিথিন হেঁসেল।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।