তুমি আসবে কি?
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

আমি আকাশ ছুতে চাই।
আমি বাতাসের ঘ্রাণ পেতে চাই।



আমি তোমার সাথে আকাশ ছোব।


তুমি আসবে কি

"অই আকাশে রোজই উঠিস
, জ্বলিস মিটিমিটি ,
ভাবছি এবার লেখবো তোকে বাঙলাভাষায় চিঠি।"


সেটি পাঠিয়ে দিবো আকাশের মেঘে।


তুমি চলে এসো ,
যদি মন চায়।



আমি আকাশ দেখবো।
আকাশের মেঘ স্পর্শ করবো।

তুমি আসবে কি?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।