তুচ্ছ প্রাণের আদিখ্যেতা ৪
- অনির্বাণ মিত্র চৌধুরী
প্রতিরাতে ঘুমপরী নেমে আসে আমার দু'চোখে
নিয়ে আসে স্বপ্নের রেলগাড়ি সাথে
মস্তিষ্কের নিউরণে নিউরণে স্বপ্ন ছড়ায়
আর আমি বেঘোরে ঘুমাই;
স্বপ্নে ডুব দিই,
স্বপ্নরাজ্যে হারাই।
রাত শেষে ভোর হয়,
সকাল পেরিয়ে যায়।
আমার ঘুম তবু ফুরোতে চায় না।
ঘুম ভাঙলেই তো স্বপ্নগুলো হারিয়ে যাবে.....
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।