সুরাহ নাছ এর শিক্ষা
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
বলুন ,'আমি যেন আশ্রয় গ্রহণ করি
মানুষের পালন কর্তার নিকট।
মানুষের সেই অধিপতির কাছে
মানুষের মাবুদের কাছে ।
আমরা রবের কাছে মুক্তি চাই।
তার অনিষ্ট থেকে যে কুমন্ত্রনা দেয় -
ও আত্ত গোপন করে
যে কুমন্ত্রনা দেয় মানুষের অন্তরে।
জ্বীনের মধ্য হতে কেউ সে
অথবা মানুষের মধ্য হতে।'
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।