অনুরোধ
- আমানত উল্লাহ সোহান
ঠোঁট দিয়ে আর ছুঁয়োনা গো
আমার দুটি ঠোঁটে,
ছঁলেই যেন কেমন জানি
বসন্তী ফুল ফোটে ।
হাত দিয়ে আর ছুঁয়োনা গো
আমার দুটি হাতে,
ছুঁলেই পরে হাজার রকম
সপ্ন আঁকি রাতে ।
চোখ দিয়ে আর ছুঁয়োনা গো
আমার দুটি চোখে,
ছুঁলেই তবে প্রেমের পথে
আমায় কেগো রোখে? ।
মান দিয়ে আর ছুঁয়োনা গো
আমার অবুঝ মনে,
ছুঁলেই যেন হারিয়ে যাই
সুখ ফাগুনের বনে ।
18/02/14
কোটবাড়ী,কুমিল্লা ।
10.17Pm
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।