ক্যাম্পাসের স্মৃতির পাতা-01
- আমানত উল্লাহ সোহান

ক্যাম্পাসে গেলে আমার পাশেই
আছো মনে হয় তুমি,
তোমার হাতের ছলের পরশ
যায় গো হৃদয় চুমি ।

পাঠের ভিতর ছলের ভাষায়
চোখের পাতায় দেখি,
এইতো দেখায় প্রাণের ভিতর
ঝড় বয়ে যায়,একি!? ।

জলহীনা চোখ শুধুই তোমার
চোখের জলেই ভাসে,
এ হাত বাড়িয়ে আরতো তোমায়
পাইনা আমার পাশে ।

বকুল তলায় কেউতো আমায়
বকে নাতো আর রোজ,
ঐ আম তলাতে কেউগো আমার
নেয় নাতো আর খোঁজ ।

খাতার ভিতর হাজার ছলের
পাইনা চিঠির খাম,
প্রেমের ভাষায় পাল্টে দিয়েই
ডাকে নাতো কেউ নাম ।

মুঠ করে হাত খাওনা এবার!
নিতেই বাদাম, খোসা!?,
এতোই খুশির হাজার কথন
যায় কি একাই পোষা॥

কলেজ ক্যাম্পাস,কুমিল্লা
জুলাই,2013


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।