অনুভবের প্রেম
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

একবার অনুভব করে দেখো-
ভালবাসা কি একবার ভেবে দেখো,



তোমার জন্য কত হৃদয় কাঁদে।
সেটা জানা দরকার তোমার ।





ভালোবাসলে মন থেকে বাসো
না হলে একাই থাকো-
কারো মন ভেঙ্গো না।


ভালবাসা কি "
কতটা পবিত্র ও শান্তির ।
সেটা জানো কি?


অনুভব করে দেখো?




কারো মনে কাটার আঘাত দিয়ো না।
যদি দাও জেনে রেখো ।


তুমিও শান্তি পাবে না ।



একদিন তোমার হৃদয় ভাঙবে।



তখন তুমি বুঝবে।।

মুখ লুকিয়ে কাঁদবে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।