বিশ্বাস
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

যদি তুমি মন থেকে কাউকে চাও
জেনে রাখ সেও তোমাকে তেমনি ভালবাসে।



নিজে বিশ্বাস রাখতে শিখো।
সেও হয়তোবা রাখবে।


বিশ্বাসে মিলে সব ।
তর্কে গেলে বহু পেচ লাগে হরদম।
পেচের ভিতর আরো পেচ ।
জট খোলে না অন্তর থেকে।




নিঃস্বার্থভাবে ভালোবাসার মাঝে
তুমি কিছু পাবে না
সেটা বলাও একটা পেচ।


আর কিছু না পেলেও একটা

নিশ্চিত পাবে তা হলো "কষ্ট"
যদি মনে হাজার যন্ত্রনা থাকে।





কষ্ট তোমাকে মানুষ হতে শিক্ষা দিবে।
হয়তো করবে পশু।


তবু বিশ্বাস রাখো ।
রাখো মনে শক্তি ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।