দুখের পঙক্তিমালা
- আমানত উল্লাহ সোহান
চড়ই ঘরে দুখের বাতি
বিষণ্নতার এক পোড়া চাঁদ,
ভোগের নদী খড়কুটো সে
বাঁধলোনা আর সুখের বাঁধ ।
মাড়িয়ে সে দুখের খাঁচা
আঁকলো যেনো সাপের ফণা,
ভাঙাচোরা জীবনটা আজ
পায়ের নিচের ধূলি-কণা ॥
27.02.14
গন্ধমতী,কুমিল্লা
2.25am
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।