মনে হয় বসন্তেই বসে আছি
- নাহিদ সরদার

দৃূরেত দুষ্ট দোয়েল দিয়ে যায় শীষ
কৃষ্ণচূড়ার আগায় কোকিল কয় গান
ফাগুনি হাওয়া বলে আমাকে মাখিস
দোদুল দোলায় দুলিবে তোঁদের প্রাণ।
চারিদিকে সবুজের ছড়াছড়ি আসে আম্র মুকুলের ঘ্রাণ
বাগানের মাঝখান থেকে আসে ভেসে
অচেনা একটা সুরেলা পাখির গান
এমনো একটা দিনে চলো মনে মনে যাই মিশে।
আহা! চারিদিকে কি এক মধুর শুনি সুর
উঁকি দিয়ে যায় কৃষ্ণচূড়া,পলাশ আর শিমুলের দল
নববধূর মতোই সিঁথিতে সিঁদুর
আজিকে বসন্ত তাই
গানে আরে নাচে তোলো তাল।
শীতের মায়াবী পরশে নেই ভাবনায়
মনে হয় বসন্তেই বসে আছি
একটা উষ্ণ অভ্যর্থনায়,
বসন্ত উল্লাসে বৃদ্ধ মনে নব উচ্ছাসেই বাঁচি।
শুনে নাও হে বসন্ত বিমুখ মানুষ বসন্ত এসেছে ধারায়
কোকিল যে বলে গেল কানে
দোয়েল যে গেয়ে গেল গানে,
আজিকে বসন্ত তাই মন হারাও অজানায়।
০৮/০২/২০১৭ইং
বুধবার, সকাল: ৯:০০


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।