একটি ঘুমন্ত শহর
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

শহরটা ঘুমিয়ে গেছে।
তার আলো গুলো জ্বালিয়ে রেখেই।
রাস্তার বাতিগুলো জ্বলছে ,
চারদিকে জনশূণ্য রাস্তা ।



রাস্তার বাতি ,ঝর্ণা ,মূর্তি ।
সবখানে নিরবতা নেমে গেছে।





এবং সমুদ্রের ঢেওয়ের শব্দ।
একাই একাই তীর স্পর্শ করে।




শহরটাও একা ও শান্ত।
রাস্তায় একটা কুকুর হঠাৎ ডেকে উঠে।



রাস্তার বাস গুলো চলছেই।
ঘুমন্ত এক নিরবতা সাথে করে।

ধীরে এবং শান্ত ভাবে।
কোন দিক নির্দেশনা প্রয়োজন নেই।
তারা জানে তাদের আপন রাস্তা ।





শান্ত শহরে তখনো একা হয়না রাস্তা
কোন এক ঘুম ঘুম পথিক হাটে।
খোঁজে আপন নীর।


ক্লান্ত শহর যখন ঘুমাতে যায়।
তখন চারদিক শান্ত আলোতে ঢাকা থাকে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৮-০২-২০১৭ ১২:২৬ মিঃ

ঘুমন্ত নগরি দেখেছ কি,???