মধ্যবর্তী গাছের চেয়ে ছট্ট একটা বাড়ি
- নাহিদ সরদার
গাছের চেয়ে উঁচু বাড়ির দরকার নেই,
দশতলা ছাদের উপরে কি আর পাখি বসতে পারে?
ঐ দেখ তোমার দেবদারু গাছে একটা শৌখিন পাখি বসে আছে,
আচ্ছা,তার গানে সুর নেই কেন?
হুম,বুঝেছি এবার
তোমার বাড়িটা আটকে দিয়েছে বসন্ত বাতাস
তাই তার কণ্ঠে সুর নেই।
আমার কিন্তু ছোট্ট একটা বাড়ি চাই
মধ্যবর্তী গাছের চেয়েও ছোট্ট একখান বাড়ি।
২৫/০২/২০১৭
সকাল: ৭:১৯মি: ঢাকা,মালিবাগ
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।