কবিতা পড়েছে চোরে
- নাহিদ সরদার
মধ্যরাতের একটু পরে
কুমিল্লা ফ্লাইওভারের পরে নেমেছি,
গন্তব্য রেখেছি ফেলে পাঁচ কিলোমিটার পিছনে।
সুরক্ষা সংকেত বাইরে দাঁড়িও না,
এখানে মানুষ আছে
এই মানুষগুলো কিন্তু মানুষ খায়।
তড়িঘড়ি হোটেলের মধ্যে নিজেকে অাবিষ্কার করলাম।
দুটো পরাটা আর এক কাপ চায়ে ভয়ে সময় কাটাবার চেষ্টা,
সামনে চা হাতে কবিতার বই বেশ মানবে মনে হয়,
ডানপাশে কবিতার ব্যাগ রাখা ছিল,
অথচ এখন ডানে-বামে কোনো কবিতার বই নেই
যাক বাবা চোরগুলো দেখি কবিতা পড়ে।
২৬/০২/২০১৭ ইং
কুমিল্লা,ভোর, ৫:০০
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।