কে-সে?
- নাহিদ সরদার

কার বাতাসে টান পড়েছে সুতায়
কার কথায় উছলে ওঠে হৃদয়
কার ঠোঁট জমিনে আমার ঠোঁট লেপ্টে যেতে চায়
কার ছোঁয়াতে আমি এমন শিশির হয়ে যাই
কার সুরের ভুবন বনে, নিজেকে হারাই
কে সে আমি কার বিরহে বাক্যহীন এক কাগজ হয়ে যাই,
কার যতনে কাব্য ছাড়া খাপছাড়া এক কবি হয়ে রই।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।