এখানে ঢাকায়
- নাহিদ সরদার

এই শহরের আত্মার অাত্মীয় হতে পারব কি?
তারা কি হতে পেরেছে যারা শহরে রয়েছে আগে?
ধূলার শিশিরে মোড়ান সারাটাদিন কত কী দেখা হয়,
চারিদিকে ছোটাছুটি সবাই চলেছে তো চলছে
এখানে অাত্মীয় নেই,
উপকার নেই, কথা বলার সময় নেই -
নিজেকে নিয়েই ব্যস্ত যে যার ব্যাপারে।
অন্ধকার গলির ভিতরে কাঁটা লাশ, রাতের ভয় নিয়েই হোটেলে কবিতা পড়ে কবি,
পকেট সামলে অাধো ঘুমে যাত্রী,
খালিপেট অথচ মু্খে জ্বলন্ত সিগারেট নিয়ে উকুন বাছে কিছু মহিলা,
ব্যাগের পিছনে চিৎকারে ছোটে একজন
গোলাপ পথে পা পিছলে পড়ে গেলে ভাল হতো
এখানে মানুষগুলো পাখির কণ্ঠ শুনিনি অনেক দিন।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।