প্রশ্ন
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
দুয়ের নামতা ,
আর যোগ অংকের মত ছকে বাধা জীবন।
পড়া লেখা ,
ভাল ফলাফল ,
ডাক্তার ' প্রকৌশলী হবার নেশা ।
বড় চাকরি " টাকার ,ক্ষমতার নেশা ।
বার বার ভুলিয়ে দেয় আমি কে ,
দুনিয়ার নেশা ,
লোভের নেশা ।
সিগেরেট হেরোইন ,মদ হতেও খারাপ।
বার বার ভুলিয়ে দেয়।
আমি কে ,
কি আমার পরিচয়।
আমার কাজ কি ,
কেন এসেছি এই ভুবনে।
টাকার পাহাড় তৈরি করাই কি আমার কাজ?
ক্ষমতার অপব্যবহার ।
জীবনকে ডুবিয়ে রাখা লোভের সাগরে।
পাথর হয়ে বসে থাকা ।
ইট কাঠের এই শহরে।
এটাই কি জীবন?
এটাই কি জীবনের মানে?
প্রশ্ন গুলো বার বার করে মন।
উত্তর জেনেও আমরা শুনি না ।
কানে তুলা দিয়েছি সেই জন্মের পরেই।
আমরা দেই নি ।
এই সমাজ দিয়েছে ।
একটা সিলমোহর বসিয়ে দিয়েছে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।