মানুষের খোঁজে
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

আমি মানুষ খুঁজি
এ শহরের পথে ,

এ রাস্তার যানজটে,
জনতার ভিড়ে,
মানুষের কোলাহলে।।

এ ইট কাঠের শহরে,
আমি খুঁজি সেই মানুষেরে ।

যার মন হেলাল হাফিজের মতই ,
মানুষ সংগ্রহে ব্যস্ত।


এই ব্যস্ত রাস্তার ধারে।
আমি একটা মানুষ খুঁজি।
মানুষের মত মানুষ।


একটা মানুষ খুঁজি ।


এই মানবতাহীন যান্ত্রিক নগরীতে।
একটা মানুষের খোঁজে ,
পথে পথে হাটি আমি।


এই পাথরে ঢাকা শহরে ।
এই ব্যস্ত নগরে।
সাদা মনের মানুষ খুঁজি।



একটা মানুষ ।
যার প্রাণ মানুষের ব্যাথায় কাঁদে






একটা মানুষ।
যার মনে হিংসা নাই।
লোভ , অহংকার নাই।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৩-০৩-২০১৭ ১২:১৯ মিঃ

চলবে-----পরে সব টুকু লিখবো