বেহুশ হইয়ো না
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
ও হে মানব ,মানবী,
রঙবেরঙে সাজিয়া কার মন ভোলাও?
কার কথা শুনছ?
কে দৌরাচ্ছে তোমারে পথে পথে?
দুনিয়ার মদে মাতাল হয়ে
কেন দৌরাও পাগল হয়ে।
তুমি যে বান্দা খোঁদার
তারে ভুলে "কারে চাও?
কোন সে পথে যাও?
তার ইবাদাত ভুলে ,
কার হুকুম পালন করতে ,
জীবন করিলে কুরবান?
কে তোমাকে পালন করে?
কে তোমার মালিক ?
কেন এসেছ এই ধরাতে?
কি ছিল সে কাজ?
শোন মানুষ শোন।
সেই রবের পথেই চল।
যে রব এই তোমাকে "
জীবিত করেছে একবিন্দু জল হতে।
রূপ দান করেছে মানব সন্তানে।
মানুষ হয়ে এসেছ তুমি।
বেহুশ হইয়ো না ।
হুশ ফেরাও নিজের ।
একদিন যার কাছেই যেতে হবে।
তোমার পথের শেষ যেখানে ।
মনে রেখো ,
সেখান থেকেই আখেরাত শুরু।
শুরু পরপারের জিন্দেগী।
সময় থাকতে কর বন্দেগী।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 5টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।