এখানে কি খোঁজ?
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

এইখানে কি খোঁজ তুমি ?
এই বাম পাশে?


বুকের এই পাশে কেন?
বার বার কি দেখতে চাও?




নষ্ট পুরা কষ্ট ?
না পাওয়ার বেদনা ?


কেন চলে গেলে ?
আজ কেন ফিরে এসে
বার বার কষ্ট দিচ্ছো,



তোমার বুকের নষ্ট আবেগ ,
না উপহাস এক প্রেমিকের প্রতি ।


কি রূপ তোমার প্রেমের?



কেন বার বার এমন করছো?



ও বুকে কিছু পাবে না ।



একটা মস্ত বড় চেতনার আবেগ।
ভর করেছে আমার মাথায়।
তুমি সেখান থেকে চলে গেছো দূরে।




এখন কেন এলে?



তোমার চিন্তা গুলো ,
আমাকে নিয়ে খেলা করতে চায়।
আর আমি চাই মুক্তি ।



কখন আমায় মুক্তি দিবে?



মুক্তি চাই।




ভালবাসতেই যদি চাও।
করুনা করোনা ।
করতে যেওনা বার বার অবহেলা।
পথের সাথি হয়ে থাকো।

মনের সাথি হয়ে থাকো।
মনের প্রভু তুমি নও।



বন্ধু হয়ে পাশে থাকো।
করুনার পাত্র ভাবলে ভুল করবে


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

০৩-০৩-২০১৭ ১৮:০৫ মিঃ

আংশিক প্রকাশ করলাম

০৩-০৩-২০১৭ ১৮:০৫ মিঃ

চলবে-------সব কবিতা ভাল সারা পেলেই
লিখবো।।।নয়তো বাদ