আমার পরিচয় কিভাবে এলো?
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

কেন ইতিহাস নিয়ে এত টানাটানি?
কেন জাতিকে ডাকে মানুষ মূর্খ প্রাণি?


কেন এই জাতি ইতিহাস নিয়ে খেলা করে?
কেন শিশুর খেলনাতে পরিনত হল ইতিহাস?




বালি দিয়ে তৈরি ঘরের মত "
বার বার নতুন ইতিহাস গ্রন্থ লেখা হয়।


আজ কালো দিবস যোগ হয় ,
তো কাল বিপ্লবী দিবস করতে হবে পালন।


কিছু লোক মাথায় কালো কাপর বাধে "
কিছু লোক লাল শালু।


কেউ বলে হত্যা দিবস ,
কেউ বলে আমরা বিপ্লবী।



কেউ বই লেখে ,.
কেউ ঘোসনা করে অবৈধ বলে।



কেউ মন গড়া বইকে ইতিহাস নামে ,
বাজারে করছে বিক্রয়।



এই জাতি ইতিহাস জানবে কি করে?







যারা জন্মেছে আজ,
যার বই পড়ার বড্ড সখ ।


সে ইতিহাস জানবে কোন বই থেকে?




কে বলবে তাকে ইতিহাস?
জাতির বীরত্বের ইতিহাস।



বায়ান্নর ইতিহাস ,
উনসত্তরের ' ইতিহাস ।
একাত্তরের ইতিহাস,


কে দিবে বর্ণনা কিভাবে বাংলাদেশ হল?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।