কেউ মনে রাখবে কি?
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
আমিও থাকবো,,,
কবিদের সাথে
হয়তো বা ইতিহাস হয়ে নয়।
ইতিহাসে হবে না স্থান ,
ইতিহাস আমাকে দিবে না আশ্রয়।
কবিদের মনে থাকতে চাই,
বই পোকার মত থাকতে চাই।
থাকবো কবিদের স্বপ্নের বিকালে।
একদিন চলে যাবো,
হাড়িয়ে যাবো ,
মহাকালের স্রোতের ধারাতে।
কেউ মনে রাখবে কি ?
এই কবিতা ,
কবিতা আমার লেখা হল না।
লেখা হলনা মানুষের মনের কথা ।
তাই আমি কারো মনে ,
জায়গা পেলাম না ,
মহাকাল ,এই কাব্যজগত,
এই স্মৃতির মেলা ।
কোথাও থাকবো কি ?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।