আমি বিদ্রোহী হবো
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
আমি বিদ্রোহী হবো
"""""""""""""""
আমি একটা বিদ্রোহী কবিতা লিখতে চাই
আমাকে কিছু বিদ্রোহী শব্দ দাও।
আমাকে বিদ্রোহী ভাষা দাও।
আমার বিদ্রোহী বর্ণমালা চাই।
আমি বিদ্রোহী হতে চাই
নজরুলের মতো আবার জাগতে চাই
'
'
বিদ্রোহী ভাষারা কি
লাল ঘরে নিয়ে যাবে??
সেটা তো কবিদের স্থান নয়।
তবে কেন বিদ্রোহী কবিদের ।
বিদ্রোহী লেখকদের
যেতে হয় লোহা ঘেড়া ঘরের ওপাশে?
"
"আমি আবার বিদ্রোহী হতে চাই।
এই বাঙলার সব কবিদের সাথে।
বিদ্রোহী কলমদের সাথে
'
'
আমাকে আবার দেখাও সেই পথ
যে পথে চলছে সুকান্তরা।
যে পথে অত্যাচারী হয়েছে নিঃশেষ।
'
'আমি একটা বিদ্রোহী কলম চাই
চাই বিদ্রোহী প্রাণ।
'
'
একটা বিদ্রোহী কবিতা লিখব
স্বেচ্ছাচারিতা আর দূর্নীতি রুখতে।
আমি একটা কলম চাই।
যে কলম লিখবে অধিকারের কথা।
জনতার অধিকার ।
গরীবের অধিকার ।
যে কলম লড়বে।
অত্যাচারী স্বেচ্ছাচারি শাসকের সাথে।
শোসন আর নির্যাতনের বিরুদ্ধে"
শোসিতের জন্য অধিকার আনতে
'
যে কলম মরবে না যুগে যুগে।
বেচে থাকবে সব বিদ্রোহীর প্রাণে।
বেচে থাকবে সব কবিদের হাতে।
কবির বুক পকেটে।
'
'
কবিদের জাগাবে ।
অগনতান্ত্রিক সরকারের বিরুদ্ধে।
কঠোর হতে শিক্ষা দিবে যে কলম।
দূর্নীতির বিরুদ্ধে ।
"
"
সত্যকে সত্য
মিথ্যাকে মিথ্যা বলতে শিখাবে।
লিখতে শিখাবে বিজয়ের গান।
'
'
কবিকে দিবে ভয়হীন প্রাণ
হাসিমুখে প্রাণ করবে দান।
বাচবে বিজয়ি বিদ্রোহী প্রাণ।
শত শত মানুষের প্রাণে।
'
'
লড়বে কবি মানুষের কল্যানে।
"
আমি সেই বিদ্রোহী কবি হবো।
কবিতা লিখবো মানবের তরে
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।