কষ্ট (ii)
- এস.এম. আরিফ

মাংস আর কাবাবের গন্ধ ভরা মন নিয়ে
হা - ভাতের কষ্ট উপলব্ধি করা অসম্ভব!
মা'ই জানে পুত্র হারানোর
কষ্ট কত ভয়ানক, কত পীড়াদায়ক!
.
যে লোকটির সর্বশেষ ভীটাটুকুও
নদী গ্রাস করতে দু 'দন্ড ভাবেনি,
যার আসন্ন নবজাতকের বুক ভেদ করেছে
সন্ত্রাসের অভিশপ্ত বারুদ!
সেই জানে কষ্ট কতটা তীক্ষ্ণ!
.
যার কোন সীমাবদ্ধতা নেই,
সে কি করে বুঝবে শূন্য পকেটে
দুয়ারে দুয়ারে চাকরির জন্য ঘুরা
কত বড় অসহনীয় যন্ত্রণা!
.
সামন্য কিছু টাকার জন্য অসুস্থ মা'কে
চোখের সামনে ধুকে ধুকে মরতে দেখা
যে কত লজ্জার ,কত ঘৃনার, কতটা লান্ছনার
তা কলমের কালিতে প্রকাশ করা অসম্ভব!
.
লুকানো কান্নার অশ্রু সিক্ত আখিঁই
একমাত্র কষ্টের প্রকাশক !
আর অশ্রু রং একই বলে
কষ্টের সান্ত্বনা সবাই একবাক্যে দেয়,
থাক আর কাঁদিস না!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।