কবিতা লিখে কি করব?
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
কবিতাতো লেখা আছে হাজার
কাব্যগ্রন্থে ভরে গেছে বাজার'
বই আছে গভেসনা নিয়ে
বই আছে অধিকার আর মানবতা নিয়ে
কাব্য আছে কর্তব্য বোধ জাগরণের
কাব্য আছে মানসিকতা জাগরনের
কবিও আছে এদেশে
কত পদক প্রাপ্ত বিখ্যাত কবি
এসো দেশ গড়ি
দেশের জন্য কিছু করি
হাতে হাত লাগাই
এসো কিছু করি
দেশের জন্যই মরি
দুর্নীতি আমরাই পারি রুখতে
পারি সমাজকে ভাল রাখতে
ছোট ছোট কাজ দিয়ে এসো
শুরু করি নিজের মত করে ।
ট্রেনের টিকিট টা কেটে
বিদ্যুৎ বিল টা পরিশোধ করে
চাকরিতে ঘোস লেনদেন না করে
মরতে তো হবেই
কিছু করে মরি
বাচবোই যখন মানুষের তরে বাচি
বেচে থাকাটা করি স্বার্থক।
অপরাধ করা ছেরে দেই
ছোট ছোট অপরাধ
একদিন ঘটাবে বড় কিছু
ইতিহাস তার স্বাক্ষ দেয়
আজ থেকেই না হয় শুরু হওক
আমার থেকেই শুরু হওক।
নীতি কবিতা
প্রেমের কবিতা
রুপক আর ধর্মীয় কবিতা
কত কবিতা আছে।।
মানবতার আছে অনেক বাণী
আমরাই এসব কান দিয়ে শুনি
মন দিয়ে শুনি না
মানার জন্য শুনি না
করার জন্য শুনিনা
বলার জন্য শুনি
শুধু বলতেই ভালো লাগে
করতে ভাল লাগে না
মানতে ভাল লাগে না
অপরকে বলার মজাই আলাদা
পৈচাশিক মানবতার শান্তি
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।