সত্য স্বীকরোক্তি
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
তোর কথা আর ভাববনা ।
তোর কথা ভেবে ভেবে জাগবো না।
তোর জন্য মিছে ভাবব না
তোর কথা ভেবে ভেবে সময় নষ্ট করব না।
তোর কথা আর লিখবো না,
তোর নামে আর কবিতা ,গান লিখবো না।
তোর এই জ্বালাতন সইবো না।
তোর কথা মিছা মিছি ভাববো না
তোর কথা ভেবে।
ঘুম আর নষ্ট করবনা।
জাগব না একা রাত্রিতে,
তোর নাম রাখবো না আর এই মনেতে।
তুই যা ,
যেদিকে খুশি।
তাতে আমার কিছু আসবে না।
সত্য বলতে ভয় কিসের?
জানি মিথ্যা বললেও আসবি না।
মিথ্যা স্বপ্ন দেখাইনি ।
মিথ্যা কথা আর বলবনা।
তোর কথা ভাববনা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।