৭১
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

৭১ আমার অহংকার,
৭১ জাতির অহংকার,



৭১ এর সেই কালো দিন ,
রক্তে ঝড়া দিন,
যে দিনে বাঙলা মায়ের সন্তানের রক্তে ,
লাল হয়েছিল এই ভূমি।




৭১ দিয়েছে একটি স্বাধীনতা ,
একটি স্বাধীন দেশ,
একটি ভূ খন্ড ,



এক টুকরো বাচার আশা ,
একটা স্বাধীন স্বপ্ন,
একটা স্বাধীন জীবন।





৭১ আমার গর্ব,
এ জাতির গর্ব।





৭১ আসুক সবার বুকে,
সবার প্রাণে,



দেশ প্রেমিক হোক সবাই,
সেই সব বীর যুবকদের মত,
যারা দেশের জন্য দিয়েছে প্রাণ।




৭১ থাকুক সবার প্রাণে,
দেশ প্রেম নেমে আসুক সবার মনে।




মেজর জিয়ার আত্মা ভর করুক সবার প্রাণে।
তার চাওয়া ,
তার ত্যাগ ।
তার ইচ্ছা শক্তি ।
সবার প্রাণে শক্তি জাগিয়ে ,
সবাইকে করে তুলুক একটি জ্বলন্ত বীর ।




সবার প্রাণে ,
জেগে উঠুক বীরের রক্ত।
শহীদদের জাগ্রত রক্ত।





সবাই জিয়ার মত ,
মোশারফ, তাহেরের মত ,
মতিউর রহমানের মত ।
জেগে উঠুক বাংলাদেশের বুকে।



সবার প্রাণে জেগে উঠুক ,
এই বাংলার গান।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 7টি মন্তব্য এসেছে।

২৪-০১-২০১৮ ২২:৪০ মিঃ

সুন্দর লিখেছেন কবি।।।।।আরও লিখুন।।।।বাহ কি বলব ।।।ভাষা নাই।।।।।।।আমি অভিভূত।।।।।।।।।ভাল লিখেছেন ।।।
সুন্দর ।

২৪-০১-২০১৮ ২২:৪০ মিঃ

সুন্দর লিখেছেন কবি।।।।।আরও লিখুন।।।।বাহ কি বলব ।।।ভাষা নাই।।।।।।।আমি অভিভূত।।।।।।।।।ভাল লিখেছেন ।।।
সুন্দর ।

২৪-০১-২০১৮ ২২:৪০ মিঃ

সুন্দর লিখেছেন কবি।।।।।আরও লিখুন।।।।বাহ কি বলব ।।।ভাষা নাই।।।।।।।আমি অভিভূত।।।।।।।।।ভাল লিখেছেন ।।।
সুন্দর ।

০১-০৬-২০১৭ ১৪:০৭ মিঃ

সবাই জিয়ার মত ,
মোশারফ, তাহেরের মত ,
মতিউর রহমানের মত ।
জেগে উঠুক বাংলাদেশের বুকে।

০৭-০৪-২০১৭ ০৯:৩৫ মিঃ

সুন্দর লিখেছেন কবি।।।।।আরও লিখুন।।।।বাহ কি বলব ।।।ভাষা নাই।।।।।।।আমি অভিভূত।।।।।।।।।ভাল লিখেছেন ।।।
সুন্দর ।।।।।।।।।।।।

১৭-০৩-২০১৭ ২৩:০১ মিঃ

সুন্দর প্রকাশ

১২-০৩-২০১৭ ১৩:৩১ মিঃ

coming soon next