সবাইকে ধরেছে ভুতে
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

সবাকে ধরেছ ভুতে,
সকল কবিকে,
সকল লেখক কে ,


পুরুষ লেখক ,

মহাপুরুষ পার্থি।
সবাইকে নারীবাদি ভুতে ধরেছে।



সবার ঘারে চেপেছে নারীবাদের ভুত।
সবাই এখন নারীবাদি।



যে লোকটা বউ কে রেখে পরকিয়া করে ।
সেও নারীবাদি ,

বউ এর হক্ক নষ্ট করে ,
নিজের স্ত্রীকে পণ্য ভাবে,
ভাবে তার সম্পদ,

সেও বলে সে নারীর অধিকার চায় ।
কি চায়?
অধিকার,


যে বৃদ্ধ মাকে সম্মান করে না ,
মা মরে একা একা ,
সেই গ্রামের বাড়িতে।
মা মরে বিনা চিকিৎসাতে,
সেও নারীবাদি।



এটা কেমন ,
কার সাথে দিবো এদের তুলনা?
সকালে সুদ 'মদ , শুকর খেয়ে,
সন্ধ্যায় বলে আমি পীর।
এই নারীবাদ কি তেমন নয়?
এই ভন্ডগুলো কি তেমন নয়?




সব পুরুষ রাও ,
নারীর মন গলাতে ,
নারীর দেহ ভোগ করতে ,
চাটুকারিতায় লিপ্ত।


কেউ তো বই লেখে হাজারে হাজার।
কাব্য গ্রন্থে দখল করছে বইয়ের বাজার।
নারীবাদি কবিতা লেখে দিনে।
রাতে ক্লাবে করে লিলা ।
রঙ্গ লিলা ।
নারী দেহ নিয়ে খেলা।



আজব ভুতে ধরেছে সবাইকে।



যে বোনের সম্পদ লুট করে খায়।
সেও প্রেমিকার মন রাখতে বলে ,
তুমি যা চাও তাই হবে,
তোমার জন্য চাঁদ নিয়ে আসব।


দুই দিন না যেতেই,
সেই সম্পর্ক হয়ে যায় ধুমকেতু,
বা জ্বলসে যাওয়া কবিতার খাতা।
সবকিছুর ইতি টানে সেই ছেলেটি
সেই মেয়েটি।


আবার নতুন প্রেম ,
নতুন করে স্বপ্ন দেখানোর নতুন নাটক।


সেই লোকটাও নাকি নারীবাদি,
নারী অধিকারের জন্য মিছিল করে।
মিটিং,ফিটিং করে।
সভা ,রেলি করে,
করে হাজার মানববন্ধন ।

আজব দুনিয়া।
আজব কাহিণী।








চলবে----------------


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 3টি মন্তব্য এসেছে।

১২-০৩-২০১৭ ২১:২৮ মিঃ

ধন্যবাদ কবি ফয়জুল মহী

১২-০৩-২০১৭ ১৯:২৪ মিঃ

সংস্কৃত ভাবনার উত্তম মূর্তকরণ রূপায়ণ

১২-০৩-২০১৭ ১৩:৫৪ মিঃ

সব আজব