তুমি কি দেখেছো?
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
তুমি কি গোলাপি চাঁদ দেখেছ?
তুমি কি গোলাপি স্বপ্ন দেখেছ?
তুমি কি দেখেছ গোলাপি সময়?
"
এক অন্য বর্ননার অনুরুপ।
এক অপরুপ বর্ননা কি?
জলের মাঝে আয়নার মত চমকায়
একটির রুপ অপরটির মত দেখায়।
'
'
তুমি কি নীল গোলাপ দেখেছ।
তুমি কি ঘৃণার রং দেখেছো?
"
"সমুদ্রের ফুল গুলো যা ভাসে।
জোয়ার ভাটা ও প্রবাহের খেলা।
বৃষ্টির পরে রংধনু যেমন।
তুমি কি দেখেছ সেই রুপ গুলি
'
'
তুমি কি গোলাপি স্বপ্ন দেখেছো?
গোলাপের আত্মা দেখেছো?
গোলাপি স্বর্গীয় প্রাণ ?
স্বর্গের উপমা দেখেছ কি?
'
'
তুমি কি দেখেছো?
রাস্তার ধারে সমুদ্র বেচতে।
চাঁদের মাটিতে মস্ত বড় গোলাপ গাছ
'
'
এই গান আমি গাইছি
এই কবিতা কেউ লিখেছে।
এই গান তার জন্য ।
যে স্বপ্ন অনুভব করতে জানে।
যে গোলাপি ভালবাসাকে চিনে।
চিনে অপরের স্পর্শকে।
মনের গভীরে থাকে যে স্পর্শ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।