আজব দুনিয়া
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
ছেলে গুলো দেবদাস হল ,
ছেলে গুলো মজনু পাগল,
রাস্তায় রাস্তায় দাড়িয়ে থেকে ইভটিজার।
মেয়ে গুলো ইভ হয়ে গেলো।
মেয়ে গুলো দেবী ,
তারা পবিত্র ,কোন পাপ নাই।
ছেলে গুলো বখাটে।
তারা আদম হতে পারেনি।
আদম খ্যাতি জুটল না কপালে।।।
আজব দুনিয়া এটা।
প্রথম দেখাতে প্রেমে পড়ল মাস্টারের বেটা।
তার প্রেম তাকে পাগল বানালো।
মেয়েটি ছেকা দিয়ে পালালো।
টাকা ওয়ালা কুমিরের সাথে।
বয়স তাহার মাথায় প্রকাশ ।
চুল নাই "যেনো নীল আকাশ।
বয়স তো হয়নি বেশী।
চুল গুলো সফেদ বিদেশী।
মাথায় টাক ,তবে টাকা আছে।
ছেলেরাই প্রথম দেখায় প্রেমের ফাঁদে পড়ল।
রূপের নেশায় হুশ হাড়ালো।
গুণ দেখলো না।
বোকার মত প্রেমিকার গোলাম হয়ে,
নষ্ট করল নিজের জীবন।
বাবার মান নিচে নামিয়ে ,
পরিবারের কথা না ভেবে।
বোকা ছেলে গুলো ।
প্রেমে পড়ে ধোকা খেল ।
জন্ম নিলো বদরুলেরা।
বোকার মা কাঁদে ।
কেউ দেখে না।
এ পৃথিবী আজব কারখানা।
বোকা ছেলে গুলো চাকরী হীন মেয়েকে বেকার বলেনা
বেকার মেয়েকেই বিয়ে করে
বেকার মেয়ের প্রেমে পড়ে।
মেয়ে গুলো টাকা দেখে,
দেখে চাকরি ,
ছেলে গুলো মেয়ের ভবিস্যৎ না দেখেই
প্রেম করে বোকার মত।
মেয়েটা চাকরি করলেও লাভ নাই
বলে আমার টাকা ,
শুনতে হয় আওয়াজ ফাঁকা
মুখটাকে করে সে বাকা ।
ছেলেটা রোজগার করেও সাঁজে বোকা
বাবা মা কে দিতে হয় ধোঁকা ।
শাশুড়ি খায় তার টাকা ।
কবি বলে।
ছেলে তুমি বোকা
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
১৩-০৩-২০১৭ ২০:৪২ মিঃ
কবি ভাইদের দৃষ্টি আকর্ষন করছি।।
ভাল হলে লেখবো,,,,
এই কবিতাতে কিছু লাইন আরো

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।