নাতে রসূল (সা.)
- শাহ্ আলম শেখ শান্ত - " হাম্দ নাতের মধুর বাণী " গীতি গ্রন্থ
তুমি সুন্দর !
তুমি সুন্দরতম প্রিয়
সুন্দর তুমি প্রিয় ;
রহমাতুল্লীল আল আমিন । ।
তুমি ভুখারি হয়ে দিন কাটাইছো
বাদশাহী ত্যাগিয়া
তুমি কাঁদছ কত অবিরত
উম্মতের লাগিয়া
দুনিয়া আখিরাতে তুমি মহান
তুমি তুলনাবিহীন ।
ঐ .............................. ।
তুমি ছিল খাঁটি মানব
ধরার বুকে একজনা
সত্যের লাগি করছো লড়াই
সইছো কত লাঞ্চনা ।
সবার প্রতি প্রেম প্রীতি
দেখিয়েছ তুমি
তাই তো আজি তোমার প্রেমে
পাগলপারা আমি
এই ভুবনে রেখে গেছো
সত্য পথের চিন ।
ঐ .................... ।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।