কত সুন্দর দেশ
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
সবুজ দেশ।
সোনার দেশ ।
এই মা ।
মাতৃ রূপ
এই ধানের ক্ষেত ,
এই কৃষকের হাসি ।
এই শহর ।
এই নগর ,
গ্রাম গুশো রূপান্তরিত হচ্ছে দিনে দিনে
ইট ,কাঠে ভরা শহরে,
এই দেশ, এ আমার মা
পরিবেশ নষ্টকারী ঐ দালালেরা ,
কি করছে দেশে,
কত নদী ছিল।
শহরে বন্দরে ,
কত খাল ,লেক ছিল ।
সব আজ মাঠ,
মাঠ থেকে বড় অট্টালিকা ।
এই আমার দেশ।
কত সুন্দর ছিল।
ভূমি দস্যু ,
জমির দালাল গুলো ।
নষ্ট করল পরিবেশ।
এদের বিচার করবে কে?
বন কেটে যারা ,
নগর পরিকল্পনাতে মেতে আছে।
মেতে আছে নগ্ন উল্লাসে।
পশু হত্যাকারী দাললের দল।
কে দেখবে এই অপরাধ ,
কে থামাবে?
কে আছে এ দেশে?
বাচাও বন ,
বাচাও নদী,
বাচাও কৃষকের জমি।
ভাতে মাছে বাঙ্গালী হতে দাও।
দাও খাদ্য অধিকার।
বাচার অধিকার চাই।
বিষ মুক্ত বাতাস চাই।
ধোয়া মুক্ত একটা আকাশ চাই
কে দিবে তা?
এই নদী গুলোতে ,
কালো বিষাক্ত পানি কে দিল?
কে করল মাছে ভরা এই নদী গুলো নষ্ট?
কারা সেই নর পিচাশের দল?
ওই মূর্খ মানবতা বাদির দল বল।
কোথায় তোরা ,?
যারা বলতিস পরিবেশ রক্ষা করবি
কোথায় তোদের ভাসন?
কোথায় তোদের লম্বা রেলি ?
কোথায় মানব বন্ধন?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।