আসো দেশ গড়ি, কবিদের দল আসো
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

দেশ প্রেমিক কবিদের দল।
ও মায়ের সন্তানেরা ।
আসো সোনার বাংলা কে সাজাই আগের মত করে।



সেই সবুজ দেশ ,
জসীমউদ্দিনের পল্লী সাজাই।
জীবনানন্দের বাংলাদেশ সাজাই।


মধুসূধন দত্তের সেই নদী ,
আবার বাচাই এই নদীগুলোকে।






আবার যুদ্ধের মত জেগে উঠি,
৭১ এর শক্তি বুকে নিয়ে।
দেশ বাচাতে জেগে উঠ।
জেগে উঠ এই গ্রাম বাচাতে।


শামসুর রহমানের গ্রামের মতন।
সেই সুন্দর পারাতলি র ছায়ার মতন।




এসো কবিদের দল।
কলম ছেরে মাঠে নামো।
দালাল দের হাত থেকে রক্ষা কর ভূমি।



এ দেশের যারা আগামী।
যারা পৃথিবীর আলোতে আসেনি ।

তাদের জন্য একটা সুন্দর বাংলাদেশ উপহার দেই
চল সেই কাজে লেগে যাই।
দালাল দের দেশ থেকে হটাই।




আজকের যে শিশু।
ভারি বাতাসে ,বিষাক্ত বাতাসে।
নিওমোনিয়া রোগে আক্রান্ত।




তার বুক কাপে থর থর ।
বিষাক্ত বাতাস তার বুকে করেছে ছিদ্র ।
দিয়েছে মরন ব্যাধি ।



সেই শিশুর মৃত্যুর জন্য দায়ী কে?
কে অপরাধে অপরাধি?
জানো না তোমরা?
না, জেনেও বোঁকা সেজে থাকো?





অপরাধ না থামিয়ে ,
বন্ধ করার চেষ্টা না করে ।
তোমরাও অপরাধী,
জানো তো সেই বাণী,?



হাতে বাধা দাও ।
মুখের আওয়াজ ,জবান দ্বারা বাধা দাও।
মনে মনে মর ঘৃণা।
সকল অপরাধকে ,

মনে মনে বল ,
এটা ইমানের সর্বনিম্ন স্তর ,
জানো কি ইমানদারগন?










ওই শিশুর হত্যাকারী কে?
যে বিষাক্ত বাতাস খেয়ে মরল।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

১৪-০৩-২০১৭ ১২:৫৫ মিঃ

কই গেল সব??

১৪-০৩-২০১৭ ১২:৩৬ মিঃ

এসো এসো কবিদের দল