তুমি ছিলে
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
তুমি ছিলে ,
কবিতা ছিল।
স্বপ্ন ছিল।
তুমি নেই কিছু নেই।
দেখা দাও ।
না হলে আমার।
তবু তোমাকে দেখি ,
একবার দেখা দাও।
ভাল না বাসলে।
কাছে না আসলে।
কথা না বললে।
একবার আসো ।
দেখা দাও।
অপরাধী আমি ।
তুমি সুন্দর প্রেমি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।