এই যে সভ্যতা
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

এই যে সভ্যতা ,
এই যে আধুনিক নর নারী।
আধুনিক রাজা আর প্রজা ।



এই পৃথিবী,
এই সমাজ ,
যারা দাবী করে তারা সভ্য জাতি।


এখনো কেন তবে এত অসভ্যতা বেচে আছে এদের শরীরে।
এদের ভাবনাতে ,
এই সভ্য সমাজের রক্তে।



এখনো কেন সেই বর্বর যুগের মত ।
মানুষ হত্যা হয়।
নারী নির্যাতন হয়?
অবহেলিত মানুষ মরে রাস্তার ধারে।




ভুল বললাম ।
সব মেয়েরা নয় ।
শুধু অসহায় পিতার মেয়েগুলো।
গরীবের ছেলে গুলো ।
মরে যেখানে সেখানে ।
বিচার নাই।



সেই হাজার বছর আগে ।
আর এই আধুনিক কালে।
সব যুগেই ,
শাসক ছিল মাথার উপর উঠে।
শোসিত সব অবহেলিত দের ।


ধনবান যে ,
শক্তিতে যার সাথে পারে না কেউ।
ক্ষমতার অনেক আছে দাপট।
সে সব অধিকার ভোগ করেছে।


সেই প্রাচীন কালেও।
আজ আধুনিক যুগেও।


তবে সবার অধিকার কোথায়?
সাম্যবাদ কোথায়?



গরীবের ছেলে হোক
হোক গরীবের মেয়ে ,
অধিকার পায় না কেউ ।



ধনীর মেয়ে পোশাকে শার্ট প্যান্ট।
তাতেই তারা সব পেয়েগেল ।
পোশাক কি স্বাধীনতার কোন চিহ্ন;?

তারা তাকেই স্বাধীনতা ভাবে।


গরীবের জন্য কেউ লড়ে না ।
করে না আন্দোলন।
মানবাধিকার ধোকে ধোকে মরে।


নারীবাদ সবার মুখেই জিন্দাবাদ।
নারী জাগতে জাগতে পুরুষ ঘুমাচ্ছে।


সব সেই ধনীদের মাঝেই
জাগ্রত আর ঘুমের মিথ্যা অভিনয়।


কোন অধিকার গরীব ভোগ করে না।



নারীঅধিকার না পুরুষের অধিকার ।
গরীবের আবার মানবাধিকার কি?
তারা তো মানুষ ই না ।



সব অধিকার ক্ষমতার তলে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১৪-০৩-২০১৭ ২১:৪০ মিঃ

হা হা হা