ঈশান কোণে মেঘ দেখে মাঝি
- অরুণ কারফা

ঈশান কোণে মেঘ দেখে মাঝি
নাও বাইতে আর নয় রাজি
ভয়ঙ্কর জলধর আর প্রলয়ঙ্কর ঝড়
ধংসের শেষে একে অন্যকে দুষে পরস্পর
তাই এদের সঙ্গে সখ্যতা বা শত্রুতা
না করে, দুয়ের থেকে সে দূরে, থাকে বরাবর।

প্রেমিক প্রেমিকা বসল বেঁকে
এনেছে হৃদে চিত্রিত এঁকে
ভ্রাম্যমান এক সুন্দর ছবি,
উঁকি মেরে দে’খে মেঘের মাঝে রবি,
ঝড়ের সাথে দিয়ে তাল প্রেমিক ধ’রে হাল
প্রেমিকাকে দেখাচ্ছে সারা পৃথিবী।

মাঝি দেখল এতো বড় জ্বালাতন
কি করে বোঝাই এদের বাছাধন
বলল বেঁধে নিয়ে সুরে দোতারা
ভালই গাইবে ভাটিয়ালী জোড়া
খারাপ লাগবে না ততক্ষণ এ সবি
যতক্ষণ না হয় নৌকার ভরাডুবি;
ঠিক তেমনি যদি ঘরে ঢুকে শনি
ধ্বংস করে দেয় সংসার খানি
হাত থেকে ছিনিয়ে নিয়ে সে তার
তারে শুধু বাজায় সুর বেদনার
তখনও কি গাইবে সেই একই অনুরাগে
নাকি বুঝবে হুঁশিয়ারি নিতে হবে আগে?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।