মুখোশ কিনবেন,?
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

মুখোশ কিনবেন ?
ভদ্রতার মুখোশ ,


গুণী মানুষ সেজে থাকার ,
ধার্মীক সেজে থাকার মুখোশ?
সামাজিক জীবের মুখোশ?


এ মুখোশ কিনতে টাকা লাগে না ।
মুখোশ নিবেন?




সমাজের মাতাব্বুর সাজার মুখোশ
সবজান্তার মুখোশ আছে আমার কাছে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১৬-০৩-২০১৭ ১৪:২১ মিঃ

সংক্ষিপ্ত করে প্রকাশ ।।।সবটুকু পাঠক বললেই
দিব