কবিতার ভুবন
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

নিয়মের বিস্তর্ণ জাল দিয়ে
কবিতাকে দাও যদি জড়িয়ে
তার আপন আলোকে কিভাবে
এ ভুবনে ছড়িয়ে দিবে?


যেখানে ছড়িয়ে আছে প্রাণের ছোয়া
ভালবাসার মায়া
মনের গভীরের ছায়া

মন যাকে ছুয়ে যায়
ভালবাসার পরশ মিশিয়ে
জীবন যেখানে
মনের স্নীগ্ধতা খুঁজে পায়

মন সেখানে,
আপন ভুবন খুঁজে পায়
সেখানেই কবিতা তার আপন জীবন খুঁজে পায়।
যেখানে আপন ভুবন খুঁজে পায়
খুঁজে পায় মুক্ত আকাশ
যেখানে নেই নিয়মের জাল,
নেই কোন পুরোনো কাঁদা
আপন স্বাধীনতায় নেই কোন বাধা


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।